বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়র বিজয়নগর উপজেলায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৫।
তাহারা হলেন, ১/ ইকবাল মিয়া (২০), ২/ আব্দুল করিম, (৩০) পিতা, রঙ্গু মিয়া,গ্রাম আলিনগর,ইউপি বুধন্তী, বিজয়নগর, ৩/ খায়ের মিয়া (৪০), পিতা -দ্রæবরাজ মোল্লা,গ্রাম অনন্তপুর, পো,বাইরা,থানা,ভান্ডারোয়া, ৪/ রাম জয়দেব (২৪)পিতা, বিনন্দ ঋষি,গ্রাম গঙ্গা নগর, উপজেলা মাধবপুর, ৫/ বকুল মোন্ডা (৩৫) পিতা মৃত চন্দ্র মোন্ডা,
আজ ৩১ মার্চ ২০২১ ইং বিকাল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে, উপজেলার বুধন্তী ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে হামলে পড়ে এতে ৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী কাভার্ডভ্যান কাকলি পরিবহন সংস্থা নং ঢাকা মেট্রো ট ১১- ৭৭৭৫, ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে হবিগঞ্জ থেকে কুমিল্লা গামী মাইক্রো বাসে আগাত করে রাস্তার পাশের দোকান ঘরে হামলে পড়ে।
এতে ঘটনাস্থলে ৫ জন গুরুতর আহত হয়। সাধারণ জনতা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রেরণ করেন, এর মধ্যে ১ জনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো: শাখাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেন. কাভার্ড ভ্যান থানা হেফাজতে থাকলেও ড্রাইভার ও হেলপার পলাতক ।