মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ২ এপ্রিল ২০২১ ইং সকাল ৯টার দিকে নিহতের ঘরের আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা চাঁনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন জানু মিয়া বলেন, ‘প্রতি শুক্রবার সকালে আমি মসজিদের সাপ্তাহিক মুষ্টির চাউল তুলি। প্রতিবারের ন্যায় আজ সকাল সাড়ে ৭ টায় চাউল আনতে অফিয়া খাতুনের বাড়িতে গিয়ে দরজার সামনে উঠানে মাটিতে রক্তমাখা অবস্থায় আফিয়াকে পড়ে থাকতে আছে দেখে, অফিয়া খাতুনের মামা মন্নাফ মৃধাকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজয়নগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মৃদা জানান, নিহত অফিয়া খাতুন আমার আত্মীয়. তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর (দক্ষিণ) গ্রামের সহিদ (মুক্তিযোদ্ধা) তালেব আলীর মেয়ে ও মৃত আব্দুল হাসিমের স্ত্রী। বিয়ের পর থেকে তিনি নি:সন্তান স্বামী সহ বাবার বাড়িতেই বাস করতো, জীবদ্বশায় একটি এতিম মেয়েকে লালন পালন করে ব্রাহ্মণবাড়িয়াতে বিয়ে দিয়েছেন । স্বামী মৃত্যুর পর থেকে আপন ছোট ভাই আশুগঞ্জ উপজেলার লালপুর শাখার কৃষিব্যাংক ম্যানেজার আয়ুব আলীর নিরব নিস্তব্দ বাড়িতে একা থাকতো। তাহার কোন শত্রæ থাকার নয়।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, অফিয়া খাতুনের কোনো জায়গা জমি নাই। তার কোনো শত্রুও থাকার কথা না। কিন্তু কেন এই বয়সে তাকে হত্যা করা হলো বুঝতেছি না।

আউলিয়াবাজার পুলিশ ফাঁড়ীর এস আই কমল কুমার রায় জানান, সকাল ৮.৩০ মিনিটে ওসি বিজয়নগরের তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ গঠনা স্থলে যাই,বাড়ির উঠানে দড়জার সামনে দক্ষিণ দিকে শিরে রক্তাক্ত গলা জবেহ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে থানায় পাঠাই, তিনি ব্যাঙ্কার আয়ুব আলীর বাড়িতে থাকতো।

ওসি আতিকুর রহমান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মৃদা আমাকে প্রথম অবহিত করে, অফিয়া খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পরে বলা যাবে। এ বিষয়ে কাউকে আটক করা হয়নি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়