শনিবার, ২৭ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় রাস্তা ও খাল বন্ধ করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
খোঁজ নিয়ে জানা যায়, মির্জাপুর থেকে বিজয়নগর থানা পর্যন্ত লিংক সড়ক এটি,প্রতিদিন হাজারো লোকের যাতায়াতেরে ব্যস্ততম রাস্তা এটি, এখাল ও রাস্তা বন্ধ হলে এলাকায় চরম দুর্ভোগ নেমে আসবে,
এলাকার প্রভাবশালী জজ মিয়া,রৌসন মিয়া আলামিন, মামুন, আজাদ, জনাব আলী প্রমুখ,ধনাঢ্য অর্থবৃত্তে, পেশি শক্তিতে বলিয়ান, ধরাকে সরা জ্ঞান করে এলাকার পানি নিষ্কাশনের খাল ও যাতায়াতের রাস্তা বন্ধ করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।
উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সামনে দিয়ে এ রাস্তা বহমান, বিজয়নগরের স্বপ্নদ্রষ্টা সদর ৩ আসনের এমপি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি এ রাস্তা নির্মাণ করেন,
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এ রাস্তা ধরে খাল বহমান যা পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। এ খাল বন্ধ হলে এলাকার জনগণ পানি বন্দি হয়ে চরম দূর্ভোগে পতিত হবে। এমনকি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম ব্যাহত হবে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা ভূমি কর্মকর্তা মাহবুবুর রহমান বরাবর লিখিত আবেদন করা হয়, কিন্তু এতে ফলপ্রসূ কোন কিছুই হয়নি,
এ বিষয়ে প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন বলেন, ভূমি অফিসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে অদৃশ্য সুবিধার ফলে এমন কর্মকাণ্ড করছে। এ বিষয়ে উপজেলা মাসিক সভায়ও আলোচনা করা হয় এমনকি আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করেও কোন কিছুই হয়নি। যেন দেখার কেহ নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাত বলেন,
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।