বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়াজেলার সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার আসামকে গ্রেফতার করেছের্যাব র্যাব ১৪ সিপিসি৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক।
রবিবার ৪ এপ্রিল ২০২১ ইং নাত ৯ টায় জেলার সদর থানাধীন বিশ্বরোড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
তনি হলেন, দুস্কৃতিকারী মোঃ আরমান মালিক (২২), পিতা- শুকুর মিয়া, সাং- ফুলকাকান্দি, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ভাঙ্গার ছবি ও ভিডিও ফুটেজ দেখে এবং ঘটনার সাথে আসামীর জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে ৫ এপ্রিল ২০২১ ইং তারিখ ৪:৩০ মিনিটে জেলার সদর থানাধীন কাজীপাড়ায় তার অস্থায়ী ভাড়া বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বর্তমানে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য গত ২৮ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। হামলাকারীরা দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটে জেলায় সদর পৌরসভার নিকটে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে ম্যুরালটি ক্ষতিগ্রস্থ করে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা পুরো বাঙালি জাতির হৃদয়কে গভীরভাবে মর্মাহত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সদা তৎপর থাকে এবং হামলাকারীর ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়।