বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বিপুল পরিমাণ মাদক ব্যবহৃত গাড়ী সহ ১ জনকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
তিনি হলেন, মাদক ব্যবসায়ী মোঃ শামীম ভূইয়া (২৮), পিতা-মৃত শামু ভূইয়া, সাং-চাউড়া দৌলতবাড়ী, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রাফিউদ্দীন যুবায়েরের নেতৃত্বে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন কুট্টাপাড়া সোপান ফিলিং ষ্ট্যান্ড এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
বুধবার ৭ এপ্রিল ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ৩ টায় তাকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ২০১ বোতল ফেন্সিডিল, ৩৬ কেজি গাঁজা, ১ টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। সে বর্ণিত গাঁজার চালানটি নারায়নগঞ্জের জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামী স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।