শনিবার, ২৭ মে ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, রমজানের শুরুতে, এবং ১ম রোজার দিনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার সম্মানিত ওলামা-মাশায়েখগণের সাথে মতবিনিময় করেন সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম. ইয়াসির আরাফাত।
আজ বুধবার ১৪ এপ্রিল ২০২১ ইং সকালে উপজেলা মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি সহ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন ওলামা মাশায়েখগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম. ইয়াসির আরাফাত বলেন. সারা বিশ্বে করোনা মহামারী, দেশের ক্রান্তিলগ্নে এ মহামারী সংক্রমনরোধে ধর্মপ্রাণ মুসলিম অধ্যুষিত এই দেশে ওলামা-মাশায়েখগণ সরকারের এ পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে, তাই তিনি ওলামা-মাশায়েখগণ স্বকর্মস্থলে থেকে দেশের জনগণকে মহামারী সম্পর্কে সচেতন করতে উদার্থ আহ্বান জানান, এতে দেশের জনগণ মহামারীর হাত থেকে রক্ষাপাবে।
এসময় সহকারী কমিশনার(ভূমি), রাবেয়া আফসার সায়মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আতিকুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার, উপজেলার বিভিন্ন জামে মসজিদের সম্মানিত খতিবগণ উপস্থিত ছিলেন।
আখেরী মোনাজাতে দেশ ও দেশের জনগণ সহ উপস্থিত সকলের সুস্বাস্থ কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘটে।