শনিবার, ২৭ মে ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে চেয়ারম্যান সমিতির হেফাজতের তান্ডব কারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সভা।


ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সংগঠন ,বিজয়নগর উপজেলা চেয়ারম্যান সমিতি, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে নেতৃত্বদানকারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবিতে আলোচনা সভার আয়োজন।

আজ মঙ্গলবার ২০ এপ্রিল ২০২১ ইং বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, স্বল্প পরিস্বরে , মুখে মাক্স ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজত ইসলামের উগ্র মৌলভী তাদের মাদ্রাসার ছাত্র ও নেতা কর্মী গত ২৬,২৭ ও ২৮ মার্চ ২০২১ ইং পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালিত করে। এতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, ভূমি অফিস সহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে। সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে নড়কে পরিনত করেছে। উক্ত তান্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয় , ৫১টি মামলার মধ্যে সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি।


” বিধিবাম যাদের ডাকে সাড়াদিয়ে এমন লঙ্কা কান্ড হলো তাহারাই ধরাছোয়ার বাহিরে ”।

ভাংচুর ও পুড়িয়ে দেওয়ায় জনগণের ভোগান্তি চরমে পৌছেচে। বিনা কারণে দেশের সম্পদ যাহারা জ্বালিয়ে পুরিয়ে ছাড়খার করেছে তাহাদের অপরাধ দেশদ্রেæাহিতার শামিল, আর তাদের নেতার শাস্তী হবে না তা মেনে নেওয়া যায় না। হেফাজত যে কাজগুলো করেছে তা খুবই ন্যক্ক্যার জনক,বক্তারা নিন্দা জানানের ভাষা খুজে পাচ্ছেনা। এতে তাদের লজ্জা হওয়া উচিত।

অনতিবিলম্বে এদের উসকানী ও নির্দেশ দাতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং সহ সকলকে আইনের আওতায় আনার দাবি জানান।

উক্ত বিবৃতিতে সাহ্মর করেন চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার রহমান ভুইয়া, পওন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন, বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জামাল উদ্দীন ভুইয়া, সিঈারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন, চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো দানা মিয়া ভুইয়া, চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুল হক হামদু।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়