শুক্রবার, ২৬ মে ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে আগুনে গবাদিপশু ও বসতঘর পুড়ে ছাই।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বসতঘরে আগুন লেগে গবাদি পশু পুড়ে ছাই।

আজ শনিবার ২৪ এপ্রিল ২০২১ ইং বেলা প্রায় ১১ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের (দক্ষিণ- খলাপাড়া)র মোঃ আস্কর মিয়ার ছেলে ভ্যান চালক নজরুল মিয়া (৩২) এর বসত ঘরে আগুন লাগে, আগুনের ধোয়া দেখে আশেপাশের শতশত জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের সকল আসবাবপত্র সহ গৃহপালিত গবাদি পশূ দগ্ধ হয়ে মারাযায়।

প্রত্যক্ষদর্শী , ৪,৫,৬, নং ওয়ার্ডের মহিলা সদস্যা নিলুফা ইয়াসমিন, ও নজরুল মিয়া সূত্রে জানাযায়, ৪ সন্তানের জনক নজরুল মিয়া, ১ মেয়ে অসুস্থ তাই স্ত্রী তাকে নিয়ে হাসপাতালে ,এদিকে নজরুল জীবিকার তাগিদে ভ্যান নিয়ে ঘরের বাহিরে, স্ত্রী বাড়িতে না থাকায় পেটের ক্ষুদা নিবারণের জন্য ৬ বছরের বাচ্ছা বেলা ১১ টায় দুধ গরম করার জন্য রান্না ঘরে যায় ও ইলেক্ট্রিক চুলায় দুধ গরম করতে থাকে , বৈদ্যুতিক ত্রুটির কারণে সমস্ত ঘরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে , ঘরে রক্ষিত ধান ,আসবাবপত্র পুড়ে ছাই এবং গবাদি ২ টি বাছুর ঝলসে যায় ও ১টি দুধাল ৪ কেজি দুধ দেওয়া গরু ঘর থেকে বের করার পূর্বেই তা দগ্ধ হয়ে মারা যায়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (মুক্তিযোদ্ধা সন্তান) কে,এম ইয়াছির আরাফাত আগুন লাগার খবর শুনে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন।

এ বিষয়ে ইসলামপুর ফাঁড়ির ইনচার্য কাঞ্ছন কুমার সিংহ জানান, আগুন লাগার খবর শুনেছি , কিন্তু এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়