বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন উত্তর শেরপুর এলাকা থেকে নাশকতা সৃস্টিকারী অন্যতম ২ আসামীকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
তাহারা হলেন, ১। মোঃ বিল্লাল মিয়া (৩৮), পিতা-মোঃ ইব্রাহীম মিয়া, সাং-উত্তর শেরপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ ফাহিম (২৫), পিতা-মৃত সঞ্জব আলী, সাং-বামই কাটিয়ারা, থানা-নাকাই, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানা-উত্তর শেরপুর, মাহবুব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া
শনিবার ২৫ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ১.৩০ মিনিটে র্যাব-১৪ এর আভিযানিক দল গত ২৬,২৭,২৮ মার্চ তারিখে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগকারীদের অন্যতম আসামীদ্বয়কে জেলার সদর মডেল থানাধীন উত্তর শেরপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-২৭/০৩/২০২১, ধারা
১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৪১/৩৩২/৩৫৩/৪৩১/৪২৭/৩৪ পেনাল কোড, মূলে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা পুরো বাঙালি জাতির হৃদয়কে গভীরভাবে মর্মাহত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করে। উপরোক্ত বিষয়গুলো গুরুত্ব প্রদান করে এবং দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে সর্বচ্চশাস্তির বিধান করার লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সদা তৎপর থাকে এবং হামলাকারীর ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়।