রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্ধোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১ ইং বেলা ১১ টার প্রেসক্লাব বিজয়নগরের হল রুমে অনুস্টিত সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও আহলে সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক সারুয়ার হাজারী পলাশের পরিচালনায় লিখিত বক্তব পাঠ করেন উপজেলার প্রখ্যাত দৌলত বাড়ীর গদ্দিনিশিন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
লিখিত বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজত ইসলামের উগ্র মৌলভী তাদের মাদ্রাসার ছাত্র ও নেতা কর্মী গত ২৬,২৭ ও ২৮ মার্চ ২০২১ ইং পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালিত করে। এতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, ভূমি অফিস সহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে। সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে নড়কে পরিণত করেছে। হেফাজত ইসলাম নামে দেশে উগ্রপন্থিরা অরাজকতা সৃষ্টি করে এবং রাস্ট্রিয় ক্ষমতা দখল করতে তান্ডব চালিয়েছে, তথা কথিত নামধারী হেফাজতে ইসলামের তান্ডব, ভাংচুর অগ্নিসংযোগ সহ নানান অপকর্মের কারণে তাদের সর্বোচ্ছ শাস্তি নিশ্চিত সহ হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন নাম ধারণ করে রাজনৈতিক ফায়দা হাসিলের যে উচ্ছ মনোবাসনা নিয়ে সরকার পতনের যে ধংসযজ্ঞ চালায় তা দেশের জনগণ বুঝতে সক্ষম হয়েছে ,তাই অনতি বিলম্বে এ সংগঠনটিকে নিষিদ্ধের দাবী সহ তান্ডবকারী সকল দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ফ্রন্টিয়ারের সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইত্তেফাকের বিজয়নগর প্রতিনিধি, এশিয়ান টেলিভিশনের বিজয়নগর প্রতিনিধি, দৈনিক নবচেতনার উপজেলা প্রতিনিধি, বিজয়নগর নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক, দি নিউনেশনের উপজেলা প্রতিনিধি,সহ প্রমুহ, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি পীরজাদা ক্বারী আক্তারুজ্জামান সিদ্দিকী, ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক বকুল, পীরজাদা ম,প,স তাবরিজ সরকার, মাওলানা খুরশেদ আলম নিজামি,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক নুরুল আমিন,অভিযানের ব্যবস্থাপক কাজী শরিফ উদ্দিন,জিয়াউর রহমান রিফাদ মাস্টার, শাহজাহান মেম্বার প্রমুখ।