শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, সন্দেহে পিআইও কে আটক করা হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল ২০২১ ইং স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে মর্মে সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন, এবং এ রাতেই মাধবপুর থানা পুলিশ চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, পিআইও অফিসের সাথে আমার অনেকগুলো যৌথ একাউন্ট আছে, আমার সন্দেহ হয়েছে যে আমার স্বাক্ষর জাল হয়েছে এর আলোকে আমি লিখিত অভিযোগ করেছি এবং পুলিশ এ রাতেই পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে হেফাজতে নিয়ে এসেছে, এবং তদন্ত শেষে আত্মসাৎ হয়েছে কি না এ বিষয়ে জানাযাবে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে পলাতক রোধ কল্পে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। এবং তাকে কোর্টে চালানের ব্যবস্থা চলছে।