বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মোহনপুর এলঅকা থেকে হফাজত ইসলোমের তান্ডবের অন্যতম আসামী মীর মাসুম ইয়ার মীম (২৮) কে আটক করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আসামী মীর মাসুম ইয়ার মিম (২৮), পিতা-মীর এরশাদ, মাতা-মৃত পেয়ারা বেগম, সাং-শেরপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটি সহকারী দাওয়া বিষয় সম্পাদক।
শনিবার ২ মে ২০২১ ইং তারিখ রাত অনুমান ২ টায় শেরপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ-০১/০৪/২০২১, ধারা-১৪৩/১৪৪/৪৩৫/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর-১৫ (৩)/২৫-ডি মূলে গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়।
উক্ত মামলার আসামী মীর মাসুম ইয়ার মিম মামলার ঘটনার বিষয়ে ম্যাজিষ্ট্রেটের নিকট ঘটনার বিষয়ে স্বীকার করে জবানবন্দী প্রদান করে।
বর্তমানে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং একই সাথে আমাদের প্রিয় বাংলাদেশের মাটিতে সকল নাশকতাকারীদের বিরুদ্ধে র্যাবের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৬,২৭,২৮ মার্চ ২০২১ ইং তারিখে হেফজত ইসলামের নামে তান্ডব ভাংচুর, অগ্নিসংযোগকারী, দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা পুরো বাঙালি জাতির হৃদয়কে গভীরভাবে মর্মাহত করেছে। সরকারি প্রায় অর্ধশত প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর সহ অগ্নিসংয়োগ করে সব কিছু ধ্বংস করা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সদা তৎপর থাকে এবং হামলাকারীর ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়।