শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের খবর পাওয়া যায়।
তিনি হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে সেলিম চৌধুরী (৪৫)।
আজ বুধবার ৫ মে ২০২১ ইং দুপুর প্রায় ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ফাঁড়ীর অদুরে ঢাকা- সিলেট মহাসড়কে ইসলামপুর ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধভাবে চলাচলকারি সিএনজি অটোরিকশা পর্শিবর্তী মাধবপুর থেকে যাত্রী নিয়ে উপজেলার চান্দুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিলেটগামী একটি ট্রাক নং-ঢাকা-মেট্রেুা ট-১৬- ৯৫৩৮ এর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনা স্থলেই সিএনজির যাত্রী ১ জন মারা যায়ও ৩ জন আহত হয়। আহতদেরকে পথচারীদের সহায়তায় পাশবর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়, আহতরা হলেন ১/ স্বপন(২২) পিতা- হুমায়ুন, গ্রাম-বিন্নীঘাট ,ইউপি- বুধন্তী, ২/ আশরাফুল(৫০),পিতা মৃত আহমদ আলী,গ্রাম-চান্দুরা , ৩/ হেনা বেগম (৩০) স্বামী-শাহীনুর গ্রাম-চান্দুরা,উভয় ইউপি চান্দুরা।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান,আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চান্দুরা ইউপি চেয়ারম্যন মো; ছামিউল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খাটিহাতা হাইওয়ে থনার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও ট্রক ড্রাইভার পলাতক।