শুক্রবার, ২৬ মে ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ ইং মৌসুমে ধান সংগ্রহের শুভ উদ্ভোধন করা হয়।
আজ বৃহস্পতিবার ৬ মে ২০২১ ইং ১১ টায় চান্দুরা এলএসডিতে উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা খাদ্য বিভাগের সমন্বয়ে কৃষকের অ্যাপস এর মাধ্যমে জনবান্ধব ও কৃষকবান্ধব উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম. ইয়াসির আরাফাতের সভাপতিত্তে নিবন্ধিত কৃষকদের নিকট হতে নির্ধারিত মূল্যে বোরো/২০২১ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
চলতি বোরো মৌসুমে বিজয়নগর উপজেলার কৃষক থেকে ১০৮০ টাকা মণ বা ২৭ টাকা কেজি দরে জনপ্রতি ৩ টন করে,ব্যাংক একাউন্টে লেনদেনের মাধ্যমে, মোট ১৭৮৭ মে,টন ধান কিনবে সরকার।
এ ধান সংগ্রহ কার্যক্রম ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে.এম. ইয়াসির আরাফাত বলেন কৃষকের অ্যাপসে এপর্যন্ত ৮৪১ জন কৃষক অ্যাপসে নিবন্ধিত হয়েছে এর মধ্যে লটারীর মাধ্যমে বাচাই করে এবং পুরানো তালিকাভুক্ত কৃষকরা কৃষিকার্ডের মাধ্যমে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দ্রæত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদ দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামাণিক, উপজেলা ভাইসচেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান মান্না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী, ওসিএলএসডি মোঃ আফসার উদ্দীন, কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম রমজান,চান্দুরা ইউপি চেয়ারম্যান জনাব ছামিউল হক চৌধুরী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ, উপস্থিত কৃষকগণ প্রমুখ।