বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
মোঃ রুবেল মিয়াঃ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার ২০০ মৎস্য কার্ডধারী জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক মূলক সহায়তা (এ আই জি এ) হিসাবে শুক্রবার ৭ই মে ২০২১ ইং দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলেদের মাঝে এ সেলাই মেশিন উপকরণ বিতরণ করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সরাইল উপজেলা আওমীলীগের যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। এতে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ , অ্যাডভোকেট জয়নাল উদ্দিন প্রমুখ।