রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০ প্রতিবন্ধী ব্যক্তি পেল পুষ্টিগুণসম্পন্ন খাদ্যসহায়তা মানবিক উপহার।
বৃহস্পতিবার ১৩ মে ২০২১ ইং দুপুর ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া ৩- আসনের মাননীয় সংসদ সদস্য এবং ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ঈদ উপহার খাদ্যদ্রব্য বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জনাব জহিরুল ইসলাম, প্রেস ক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল, ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের উদ্যোক্তা মুন্না, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।