বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
শুক্রবার ২১ মে ২০২১ ইং উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৯.৩০ মিনিটে মাইক্রোবাস ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়,এতে ঘটনা স্থলে ২ জন মারা যায়, অনেকে আহত হয়, এলাকার জনসাধারণ আহতদের উদ্ধার করে পার্শ¦বর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহতরা হলেন, ১/ রনি খন্দকার (১৮) পিতা, রিপন খন্দকার,গ্রাম,লাদিয়া,থানা শায়েস্থাগঞ্জ,জেলা হবিগঞ্জ। ২/ পরিচয় জানা য়ায়নি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, ১/ সুজন (২২) পিতা, খুরশেদ আলী,গ্রাম- রাণী গাঁও, , ২/ আশিক (১৫) পিতা,জাহাঙ্গীর মিয়া, গ্রাম- রাণী গাঁও, উভয় থানা চুনারুঘাট ৩/ শিপন খনকার (৩৫), পিতা,মৃত রফিক খন্দকার ,গ্রাম, লাদিয়া, ৪/ রনি খনকার(২৬) পিতা, রফিক খন্দকার ,গ্রাম, লাদিয়া উভয় থানা শায়েস্থাগঞ্জ, ৫/ সবুজ (২৮) পিতা, খুরশেদ আলী, গ্রাম- রাণী গাঁও ৬/ লিটন (২৩) পিতা, আকবর আলী, গ্রাম রাণী গাঁও, ৭/ রনি খনকার পিতা রফিক খন্দকার গ্রাম,লাদিয়া উভয় ,থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ। এর মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেলে পাঠানো হয়।
মিনি ট্রাকের যাত্রী আহত রনি খনকার জানান, মিনি ট্রাক নং. ঢাকা মেট্রো-ন-১৫-১২০৯, এর হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ ও চুনারুঘাট এলাকা থেকে মোট ২২ জন শ্রমিক রাজমিস্ত্রির কাজের জন্য ফেনি উদ্দেশ্যে রওয়ানা হয়ে আলীনগর নামক স্থানে আসলে বিপরীতদিক থেকে আসা একটি দ্রæতগতির মোটরসাইকেলকে দুর্ঘটনার হাত থেকে বাচানের চেষ্টা করলে সিলেট মুখী যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে মিনি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়, ও ট্রাকে থাকা মানুষজন ছিটকে পড়ে আহত হয়।
এলাকার জনসাধারণ ও খাটিহাতা হাইওয়ে থনার ওসি শাহজালাল আলম সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর নামক স্থানে মাইক্রোবাস নং,ঢাকা মেট্রো চ-৫১-১৫২৯ এর সাথে মিনি ট্রাক নং ঢাকা মেট্রো-ন-১৫-১২০৯, এর মুখোমোখী ধাক্কা লাগে এতে মিনি ট্রাক সড়কে পাশে খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলে মিনি ট্রাকে থাকা ২ জন মারা যায়,ও অনেকে আহত হয়, আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।