শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
কসবায় ১৪ বছরের এক এতিম কিশোরী মেয়েকে ধর্ষন করে এলাকার কিছু দুর্বৃত্ত।
বুধাবার ২৬ মে ২০২১ ইং গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পিতৃহারা অসহায়, এতিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গ্রামের মিন্টু মিয়ার পুত্র সাইফুল (২৭),
বিয়ের প্রলোভনে সাইফুল কিশোরীর সাথে রাতে দেখা করে কথা বলার সুযোগ নেয় সাইফুল, এই সুযোগে সাইফুল সহ তার কয়েকজন বন্ধু মিলে কিশোরীর মুখে কাপড় এটে জোরপূর্বক উঠিয়ে নিয়ে প্রথমে সাইফুল ধর্ষণ করার পর অন্য বখাটেরা পালাক্রমে ধর্ষণ কালে ওই কিশোরী সুযোগবুঝে ইজ্জত ও আত্মরক্ষায় দৌড় দেয়, দুবৃত্তরা তাকে আবারো আটক করে মোটর সাইকেলযোগে অন্যত্র নিয়ে যাওয়ার সময় কিশোরীর আত্মচিৎকারে উপজেলার গোসাইপুরস্থ বিজিবি ক্যাম্পের জোয়ানরা তাদের গতিরোধ করে। এসময় দুই দুর্বৃত্তরা ,কিশোরী ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
বিজিবি জোয়ানরা রাতেই মোটর সাইকেল ও মেয়েটিকে স্থানীয় এক মেম্বারের কাছে সোপর্দ করে।
এ
ঘটনায় কিশোরীকে প্রথমে কসবা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
পরে কিশোরীর মা শিল্পী আক্তার ৩ দুর্বৃত্তকে আসামী করে কসবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
তাহারা হলেন,ধর্ষক – উপজেলার, নোয়াগাঁও গ্রামের মিন্টু মিয়াার পুত্র সাইফুল (২৭) , একই গ্রামের গ্রামের আজিজুল হকের পুত্র খোকন (৩২), ও হরিয়াবহ গ্রামের হাসেম বিডিআর পুত্র শামিম (৩৬)।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাউছার ভুইয়া বলেন, বিশেষ কাজে বর্তমানে আমি ঢাকায় আছি ,এতিম মেয়ে ধর্ষনের বিষয়ে আমি অবগত নই , তবে অপরাধী যে ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে উপজেলা ভাইসচেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী বলেন, এটা জঘন্য ন্যাক্কার জনক ঘটনা, এর সুষ্ট বিচার হলে এমন দু:সাহস কর্মকান্ড করতে কেহ সাহস পাবে না। তাই আমি এর ন্যয় বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে, মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, ধর্ষিতার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি তাহার পাশে থাকব।
এ বিষয়ে কসবা সার্কেল মো: আলাউদ্দীন চৌধুরী বলেন , ভিকটিম তার ন্যয্য বিচার পাবে, আসামী ধরতে আমরা ততপর আছি,