শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আউলিয়াবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা আসামীরা হলেন, ১। মো: আনোয়ার হোসেন (৩০) পিতা-মৃত আজিজুল হক, সাং-পাহাড়পুর ভাটিরপাড়া, ২। মো: শাহ আলম (৩৮) পিতা-মৃত লাবু মিয়া, সাং-ছতুরপুর, উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।
অদ্য রবিরার ২০ জুন ২০২১ ইং সকাল ১১.৩০ মিনিটে আউলিয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধীয় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
অভিযানকালে আসামীদের আটক করত: তাহাদ্বয়ের নিকট হইতে ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্য,এবং ব্যাবহৃত গাড়ী ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এ বিষয়ে. আউলিয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করেন।