রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন
সরাইল থেকে মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহি লাঠি খেলার আয়োজন।
মাদককে না বলুন, এ স্লোগান কে সামনে রেখে,
মঙ্গলবার ২২ জুন ২০২১ ইং বিকালে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া ও যুব নেতা আলী হোসেন এর উদ্যোগে মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্টিত হয়।
বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ লাঠি খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবেলী গ্রামের বালুর মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
লাঠি খেলা দেখতে আসেন নানা বয়সের নারী-পুরুষ। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠি খেলে লাঠিয়ালরা।এরই মধ্যে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ৮ টি দল অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সরাইল সদর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কালাম, কালিকচ্ছ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগের নেতা মোঃ আবুল কাশেম,বিশিষ্ট সরদার ইউসুফ মিয়া,ওমর আলী, শওকত আলী, আসাদ আলী, নান্নু মিয়া,রোফ মিয়া প্রমুখ।