শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা , বাংলাদেশ সরকার মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মাস্ক পরা ও বিনাপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করে মাস্ক না পরা, লকডাউনে দোকান খোলা রাখা ও মোটর সাইকেল নিয়ে বের হওয়াযর জন্য ১৫ জনকে ৫৭৫০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন|
আজ বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (মুক্তিযােদ্ধা সন্তান) কে এম. ইয়াসির আরাফাত ও সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থ দন্ডে দন্ডিত করেন।
এ ভ্রাম্যমান আদালতে পরিচালনা করার সময় আইনশৃক্ষলা রক্ষার দায়িত্বে ছিল বিজয়নগর থানা পুলিশ।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে.এম. ইয়াসির আরাফাত জানান, সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১৫ জনকে ১৫টি মামলায় ৫৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান কঠোর লকডাউন কার্যকর করার জন্য উপজেলার সকল গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর নিয়মিত টহল দেয়া হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।