বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে এক সপ্তাহের লকডাউনের আজ ১ম দিন।
বাঁচতে হলে সরকারি বিধি নিষেধ মানতে হবে, এ স্লোগানকে সামনে রেখে,
আজ বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং সরকারের নির্দেশনা অনুযায়ী ভোর ৬টা থেকে লকডাউন। লকডাউন শুরু হওয়ার পর থেকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর বাসস্টেন্ড, চান্দুরা বাসস্টেন্ড, বুধন্তী বাসস্টেন্ড, সাতবর্গ বাসস্টেন্ড, সহ চম্পকনগর বাজার, আমতলী বাজার, আউলিয়া বাজার, সিঙ্গারবিল বাজার, হরষপুর বাজার, সহ সব গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোষ্ট।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সরকারের আদেশ লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাত বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে ৭ দিনের লকডাউনের ১ম দিনে উপজেলার উপরদিয়ে বয়ে যাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো সহ বিভিন্ন বাজার ও জনসংযোগ স্থলে হেন্ড মাইকে জনগণকে সতর্ক করার চেষ্টা করেছি। ২য় দিন থেকে আইন অমান্যকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা সহ কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।