বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৩ মাদক মামলায় ৪ আসামী আটক।
আজ মঙ্গলবার ৬ জুলাই ২০২১ ইং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার (তদন্ত) ফয়সাল আহমেদের দিকনির্দেশনায় চৌকস পুলিশ অফিসার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এস আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে, এ এসআই উয়াদুদ, ও এ এসআই আল আমীন সঙ্গীয় ফোর্স সহ রাত প্রায় ৩.৩০ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউপির নোয়াবাদী গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৩) এর নিজ বসতঘর হতে ৭৩০ পিস ইয়বা উদ্ধার পূর্বক জব্দ সহ তাহাকে গ্রেফতার করে, এর বিষয়ে থানায় মামলা হয়েছে, মামলা নং- ১০।
অপর এক অভিযানে, উপজেলার পত্তন ইউপির শেখ হাসিনা রাস্তার মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সকাল ৮.৩০ মিনিটে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে এ এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিষ্ণুপুর ইউপির দুলালপুর গ্রামের মিরাজ মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৫০) এর হাত ব্যাগে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ সহ তাহকে গ্রেফতার করা হয়, এ বিষয়ে থানায় মামলা হয়েছে মামলা নং-১১।
অপর এক অভিযানে, উপজেলার চান্দুরা ইউপির ঢাকা-সিলেট মহাসড়ক হতে মনিপুর রাস্তা ভায়া রামপুর, রামপুর বাজারের রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এস আই জুয়েল রানা ও এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সকাল প্রায় ১১ টায় এক অভিযান পরিচালনা করে পত্তন ইউপির আদমপুর গ্রামের আয়ুব খাঁনের ছেলে শামীম (২৮) ও একই ইউপির লক্ষীমুড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তহুরা বেগম (৩২) কে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা অত্যন্ত দক্ষতার সাথে পেটের উপরে কাপরের নীচে বেল্ট আকারে মোড়ানো অবস্তায় উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে মামলা নং- ১২।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ফয়সাল আহমেদ ৭৩০ পিস ইয়বা ও ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার এর সত্যতা নিশ্চিত বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।