শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, সারা দেশের ন্যায় গত বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং হতে ৭ দিনের জন্য লকডাউন ঘেষণা করেছে সরকার। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মাস্ক পরা ও বিনাপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে ও মানাতে দিন-রাত এক করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে, সরকারি বন্ধের দিনেও সমান ভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন ।
লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার পরিবহন সহ সব লোকাল বাস সার্ভিস। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ করা হয়েছে দোকানপাট, শপিং মল, রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, প্রাইভেটকার। অকারণে মানুষ যাতে বাইরে ঘোরাফেরা না করেন, সেজন্য উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। মাঠে রয়েছে সেনাবাহিনী, রাপিড একশন ব্যাটালিয়ান , বিজিবি,আনসার, গ্রামপুলিশ ও পুলিশ সদস্যরা ।
রাস্তাঘাট অনেকটা ফাঁকা, মানুষের চলাচল কম।
আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনী উপজেলার বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে। রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের আবার বাসায় ফেরার নির্দেশ দিচ্ছে।
আজ মঙ্গলবার ৬ জুলাই ২০২১ ইং উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে উপজেলার, মিরাসানী বাজার, সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার, আড়িয়ল বাজার সহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে, সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ১১ টি মামলায় ১১ জনকে ৪৪০০/- টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
এসময় বাংলাদেশ পুলিশ, গ্রামপুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় প্রত্যক্ষ সহায়তা প্রদান করে।
সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
পরে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মানবিক উপহার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র জনগণের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক ইউনিয়নে ২৯১ টি হতদরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করার জন্য পাঠানো হয়েছে
এ ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি আলু,৫০০ গ্রাম মসুর ডাল, ও ১ কেজি লবণ,