রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লকডাউনের ৭ম দিনে ৫ মামলায় ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা,
সারা দেশের ন্যায় গত বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং হতে ৭ দিনের জন্য লকডাউন ঘেষণা করেছিল সরকার,
আজ ৭ম দিন, কঠোর লকডাউনের মধ্যে দিয়েও প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং নুতন রোগী শনাক্তের নুতন নুতন রেকর্ড হচ্ছে সারা দেশে। তাই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রতিদিনই মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্ত্রী পরিষদ বিভাগ লকডাউনের সময় আরো এক সপ্তাহ বর্ধিত করে ১৪ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
মাস্ক পরা ও বিনাপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ করা হয়েছে দোকানপাট, শপিং মল, রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, প্রাইভেটকার।
অকারণে মানুষ যাতে বাইরে ঘোরাফেরা না করেন, সেজন্য উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
আজ বুধবার ৭ জুলাই ২০২১ ইং উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত এর দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা,
অহেতুক ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারণে ২৫(২) ধারার বিধানবলে ৫ টি মামলায় ৫ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।