বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
বিজয়নগরে ট্রাক কাভার্ডভেন সংঘর্ষে আহত ৩।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, ট্রাক ও কাভার্ডভেন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ইসলামপুর গ্রামের আসাদ, রাসেল, অটো চালক শামীম সূত্রে জানাযায়, দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজার সংলগ্ন পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক নং (হবিগঞ্জ ড-১১-০১২৫) ও কাভার্ডভেন নং-(নরসিংদী ন-১১-০০৯৭) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গাড়ি রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়, এতে উভয় গাড়ির ড্রাইভার ও হেল্পার আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে, আহতরা হলেন, ১/ জীবন(৩০) পিতা- মহব্বত আলী,ছাতক, সুনামগঞ্জ। ২/ রাব্বি (২৫) পিতা- খলিলুর রহমান,যাত্রাবাড়ী, ঢাকা ৩/ জুয়েল (২৭),পিতা ফারুক মিয়া, বাজিতপুর,কিশোরগঞ্জ।
এদর মধ্যে জীবনকে এম এ জি উসমানী হাসপাতাল সিলেট ও জুয়েল ও রাব্বিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোস ,ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাত খাওয়ার পূর্ব মুহুর্তে খবর শুনে ভাত না খেয়ে চলে এসেছি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন, এবং গাড়ি দুটি রাস্তার মধ্যে পরে থাকায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়, রেকার দ্বারা রাস্তার মধ্যে পরে থাকা গাড়ি দুটোকে সড়িয়ে হাইওয়ে থানায় এনে যান চলাচলের সুব্যবস্থা করা হয়েছে।