বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে ৩০০ বোতল স্কফ সহ মাদক ব্যবসায়ী আটক।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩০০ বোতল মাদক স্কফ সহ ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি ) ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলনে, উপজেলার চান্দুরা ইউপির জালালপুর গ্রামের কাইমুদ্দি বাড়িস্থ মোঃ গাজী মিয়ার ছেলে মোঃ আব্দুর রহমান(২৫)।

শনিবার ১১ জুলাই ২০২১ ইং গোপন সংবাদের ভিত্তিতে জানতপেরে মোঃ আব্দুর রহমান এর বসত বাড়িতে তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ মাদক কোডিন ফসফেট মিশ্রিত স্কফ ৩০০ বোতল উদ্ধার র্পূবক জব্দ করা হয়।

ঘটনাস্থল হতে ১ জনকে হাতেনাতে গ্রফেতার করা হয়।

এছাড়া উক্ত মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার দায়ে আসামীর দেওয়া ত্বত্ত্ব মতে আরো ৩ জন, ১/ মোঃ বজলু মিয়া (৪৯) পিতা- মৃত শাহেদ মিয়া ২/ মোঃ আক্তার মিয়া (২৫) পিতা- মোঃ বজলু মিয়া ৩/মোঃ জলফু মিয়া (৪৬) পিতা- মৃত শাহেদ মিয়া র্সব সাং- জালালপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া, পলাতক আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা মোতাবেক এজাহার দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়