বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের কারণে সারা দেশে গত বৃহস্পতিবার ১ জুলাই ২০২১ ইং হইতে ১৪ জুলাই পর্যন্ত লকডাউন ঘেষণা করেছে সরকার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লকডাউনের ১৪ তম শেষ দিনে ভ্রাম্যমাণ আদালতে ১১ মামলায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।
মাস্ক পরা ও বিনাপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ করা হয়েছে দোকানপাট, শপিং মল, রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, প্রাইভেটকার। অকারণে মানুষ যাতে বাইরে ঘোরাফেরা না করেন, সেজন্য উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
আজ বুধবার ১৪ জুলাই ২০২১ ইং উপজেলার চম্পক নগর বাজার ও সংলগ্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার সায়মা।
অহেতুক ঘুরাফেরা করায় সংক্রামক ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ধারার বিধানবলে ১১ টি মামলায় ১১ জন ব্যক্তিকে ২৪০০/ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ পুলিশ, ও গ্রামপুলিশ সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছেন।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার সায়মা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।