বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:২২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

আজ বৃহস্পতিবার ১৫ জুলাই ২০২১ ইং দুপুর ১২.৩০ মিনিটে উপজেলার চান্দুরা ইউপির আমতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাবেয়া আফসার সায়মা।

এ সময় আমতলী বাজারের মাসুম ক্রোকারিজ নামক দোকানে ও গুডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়।

জব্দকৃত জালের মধ্যে কারেন্ট জাল ১৫৭ পাউন্ড,ও চাইনিজ রিংজাল ৫৫ টি, এসব নিষিদ্ধ জালের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

এবং মাসুম ক্রোকারিজের মালিক মো: নাছিরকে নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখা ও বিক্রির দ্বায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ৫০০০/ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো; মনিরজ্জামান বলেন, এখন বর্ষাকাল, মাঠে – ঘাটে পানি আসতে শুরু করেছে, বৃষ্টির পানি বৃদ্ধির সাথে সাথে মাছ বেড়ে উঠতে শুরু করে, এবং এ সময়ে ”মা” মাছ প্রজননের মোক্ষম সময়, মাছের প্রজনন না করতে পারলে দেশে মাছের অভাব পরিলক্ষিত হবে। অতি মোনাফালোভী কিছু অসাধু ব্যবসায়ী এসব নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে থাকে,

এ জালে আটকা পরে “ মা ” মাছ সহ সকল ধরনের মাছ।

তাই সরকার এ জালকে নিষিদ্ধ জাল হিসেবে ঘোষণা করেছে। এ জাল সংরক্ষণ ও বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ।

সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট রাবেয়া আফসার সায়মা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো; মনিরজ্জামান, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী ও অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা কম্পাউন্ডের বাহিরে সকল অবৈধ জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়