শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সমাজ সংস্কারে চেয়ারম্যান কঠোর অবস্থানে।
সূত্রে জানা যায়, উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকার উন্নয়ন করে যাচ্ছে, যা না দেখলে বুঝা যাবে না, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জামাল উদ্দিন ভূঁইয়া উক্ত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এলাকার ছোট ছোট রাস্তাঘাট পর্যন্ত পিচ ঢালা পথে পরিণত হয়েছে, একটি ইউনিয়নে এমন উন্নয়ন নজিরবিহীন,
সে ওয়াদা করেছে এলাকার মাদক, সন্ত্রাস, খারাপ কাজ করে কেহ পার পাবে না। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে আবারও মনোনয়ন পেতে মরিয়া,
এলাকার প্রবীণ মরুব্বিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রাম থেকে ছেড়ে আসা মনির খাঁন প্রবাসী, বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামে বসবাস করতে শুরু করে, মনির খাঁন ভরা যৌবনে ভরপুর স্ত্রীকে বাড়িতে রেখে আবার প্রবাসে চলে যায়,স্বামীর অবর্তমানে স্ত্রীর জৈবিক চাহিদা পূরণার্থে দিক বেদিক চোখ যেতে শুরু করে, পাহাড়ি নিরব নিস্তব্ধ, কোলাহল মুক্ত, ফাঁকা ফাঁকা বাড়ি ছায়াঘেরা, সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নেমে আসে ছতরপুর গ্রামে,
এলাকার প্রবীণ মুরুব্বি মোঃ হারুন মিয়া, শাহ আলম, মোঃ মামুন, সহ আরো অনেকে জানান, প্রবাসীর স্ত্রী রেহেনা বসবাসের শুরুতে ভালোভাবে দিন কাটছিল, গত ২/৩ বছর যাবত সন্ধ্যার পর থেকে এলাকার যুবক শ্রেণীর ছেলেরা প্রবাসীর বাড়ির আশেপাশে ঘুরঘুর করার চিত্র চোখে পড়ে এলাকার প্রবীণ মুরুব্বীদের, এতে সন্দেহের দানা বাঁধতে শুরু করে,
এরপর থেকে এলাকায় রেহানাকে নিয়ে সবার মুখে মুখে চলে রসালো আলোচনা।
এ বিষয়ে এলাকার সাহেব সরদারগণ বহুবার রেহেনাকে শাসন করলেও তার চলাফেরা পূর্বের মতোই করতে থাকে,
অতঃপর সাহেব সরদার গণ এলাকার বর্তমান চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিনের শরণাপন্ন হয়।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন বলেন, রেহানার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে, স্বামী বিদেশ রেহেনা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বিপথগামী হওয়ার কথা এলাকার মরুব্বিরা আমাকে জানিয়েছে, এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এ এলাকার সাহেব সরদার গণকে সাথে নিয়ে রেহানার শ্বশুর বাড়ির শাশুড়ি সহ সাহেব সরদার গণকে খবর দিয়ে এনে রেহেনাকে তাদের হাতে তুলে দেই।
এ বিষয়ে রেহেনাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন উত্তর দেননি।