শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আরব আলী ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার বাদ আছর সরাইলের উপেজলার রসুলপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে বিভিন্ন মহলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আরব আলীর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আরব আলী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর পূর্বপাড়া গ্রামের মরহুম হাজী মন্নর আলী ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো.আরিফুল হক মৃদুল, সরাইল থানা ওসি আসলাম হোসেন ও পুলিশ সদস্যরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ।
তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতা তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৩০ জুলাই ২০২১ খ্রিঃ) সকাল সাড়ে ১১ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা আরব আলীর মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমানিক ৮৫ বছর।
তিনি তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আরব আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।