বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৭ মামলায় ৮ জনকে জরিমানা ।


করোনা ভাইরাসের উর্ধগতির কারণে জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৭ মামলায় ৮ জনকে জরিমানা করা হয়েছে।

সরকার মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার ১ আগষ্ট ২০২১ ইং উপজেলা নির্বাহি অফিসার কে. এম. ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার সায়মা উপজেলার মির্জাপুর, ইছাপুরা ও তত্সংলগ্ন এলাকায় সহ বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫(১)(খ) ধারা লঙ্ঘনের কারনে ২৫(২) ধারার বিধানবলে ৪ টি মামলায় ৫ জন ব্যক্তিকে ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ জন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২ টি মামলায় ৩২০০ টাকা এবং

হেলমেট না থাকায় ১ জন মোটরসাইকেল আরোহীকে ১ টি মামলায় ৩০০টাকা জরিমানা করা হয়।

অর্থাৎ মোট ৭ টি মামলায় ৮ জনকে ৪৪৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেন।

সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়