রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
ঘরে থাকুন, নিরাপদ থাকুন,
স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিবারকে নিরাপদ রাখুন।
করোনা ভাইরাসের উর্ধগতির কারণে জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ১১ মামলায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।
সরকার মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার ৩ আগষ্ট ২০২১ ইং উপজেলা নির্বাহি অফিসার কে. এম. ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার সায়মা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজার, তালতলীসহ তত্সংলগ্ন এলাকার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারণে ২৫(২) ধারার বিধানবলে ১১ টি মামলায় ১১ জন ব্যক্তিকে ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেন।
অভিযানে জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করা,অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করা হয়।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যহত থাকবে।