শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মামলায় ৪ জনকে জরিমানা ।



ঘরে থাকুন, নিরাপদ থাকুন
স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিবারকে নিরাপদ রাখুন।

করোনা ভাইরাসের উর্ধগতির কারণে জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মামলায় ৪ জনকে জরিমানা করা হয়েছে।

সরকার মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশ জারি করে থাকলে ও জনসাধারণ এ নির্দেশকে অমান্য করেই চলেছে, তাই সরকারের এই নির্দেশ জনগণকে বুঝাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার ৪ আগষ্ট ২০২১ ইং উপজেলা নির্বাহি অফিসার কে. এম. ইয়াসির আরাফাতের দিক নির্দেশনায় সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার সায়মা উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী, চান্দুরা সহ তত্সংলগ্ন এলাকার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত কল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল)আইন ২০১৮ এর ২৫(১)(খ)ধারা লঙ্ঘনের কারণে ২৫(২) ধারার বিধানবলে ৩ টি মামলায় ৩ জন ব্যক্তিকে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এবং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালনার জন্য একজন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩০০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

অর্থাৎ মোট চারটি মামলায় ৪ জনকে ৩৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেন।

অভিযানে জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করা,অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করা হয়।

সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আফসার বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়