বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভ’ইয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেইসবুকে হেয় প্রতিপন্ন করায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার চেয়ে গত ২ আগষ্ট ২০২১ ইং এজাহার জমা দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যাই, গত ২৯ জুলাই ২০২১ইং সন্ধা ৬ টার সময় ছতরপুর গ্রামের প্রবাসী মনির খাঁনের স্ত্রী মোছাঃ রেহেনা বেগম (৩৫) এক সাক্ষাতকারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়াকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে সম্মানহানীকর ও ধর্ষনের মত অভিযোগ তুলে বক্তব্য তুলে ধরেন।
পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেইসবুকের বিভিন্ন আইডিতে তা প্রচার হতে থাকে।
এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভ’ইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের জাতীয় সংসদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিজয়নগরের মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নের শতভাগ রাস্তা পাকা, শতভাগ বিদুৎতায়ন মোট কথা উন্নয়নের মডেল রোল । আর এই উন্নয়নকে ব্যহত করার লক্ষে একদল কুচক্রী মহল এক বেপর্দা দেহব্যবসায়ীকে আমার পিছনে লিলিয়ে দিয়েছেন।
যাতে আগামী নির্বাচনে জনমনে চরম ক্ষোভ প্রকাশ পায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার সুনাম নষ্ট করার জন্যে এই মহিলাকে দিয়ে আমার উপর বদনাম ছড়াচ্ছে।
তাই সুষ্ঠ তদন্তের লক্ষে প্রকৃত দোষীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে আমি বিজয়নগর থানায় একটি এজাহার জমা দিয়েছি।
তদন্তে যদি আমার দোষ প্রমাণ হয় আমি তা মাথা পেতে নেব। যদি আমি দোষী প্রমাণিত না হই তবে আমার সম্মান নষ্ট করে এমন সাজানো নাটক তৈরি করার জন্য সুবিচার কামনা করছি।
এ বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, এ বিষয়ে একটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে।