শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে, করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধি-নিষেধে কর্মহীন অসহায়, ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কোভিড-১৯ মহামারীর তৃতীয় তরঙ্গে ক্ষতিগ্রস্তদের এই দুঃসময়ে জীবন ও জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই এই মারাত্মক ভাইরাস আক্রমণের বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
মাাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বলেন, সরকার জনগণের পাশে রয়েছে।
বৃহস্পতিবার ৫ আগষ্ট ২০২১ ইং দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে দাড়িয়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে, গরীব, অসহায়, কর্মহীন, ৩৩৩ নম্বরে কল করা ৪০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
উপজেলা নির্বাহি অফিসার কে.এম.ইয়াসির আরাফাত বলেন, ৩৩৩ এ কল দিয়ে আবেদন করা ৪০টি পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ টি বড় সাবান,ও মাস্ক।
উক্ত প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান, মাহমুদুর রহমান মান্না, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।