বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায সরকারি নির্দেশনা লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে, জনগণকে স্বাস্থ্য সচেতন করতে এবং মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের এর মাধ্যমে জরিমানা আদায়।
কিন্তু জনগণ লকডাউন উপেক্ষা করে প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হচ্ছে, জরিমানা করে ও আটকানো যাচ্ছে না তাদেরকে,প্রায় সব বাজারে অলিগলিতে চলছে জনসমাগম, স্বাস্থ্যবিধি মানার নেই বালাই।
আজ রবিবার ৮ আগষ্ট ২০২১ তারিখ উপজেলার বিভিন্ন পয়েন্টে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জনাব রাবেয়া আসফার সায়মা।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফেরা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী মোট ৪টি মামলায় ৪ জনকে মোট ১৫০০/- টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
এছাড়া লাইসেন্স বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনার জন্যে ১ জন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন ২০১৮ এ ৫০০ টাকা জরিমানা করা হয়।
অর্থাৎ মোট ৫ টি মামলায় ৫ জনকে ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
সহকারি কমিশনার ভূমি রাবেয়া আফসার সায়মা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।