শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে যাত্রীবাহী নৌকার সাথে বালি বোঝাই ট্রলারের সংঘর্ষে এ পর্যন্ত নিহত ১৯, আটক ৩।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী নৌকার সাথে বালি বোঝাই ট্রলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ২৭ আগষ্ট ২০২১ ইং উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজার নৌকাঘাট থেকে যাত্রীবাহী নৌকা বিকেল প্রায় সাড়ে ৪ টায় ৬০/৭০ জন যাত্রী নিয়ে আনন্দবাজার ঘাট ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, নৌকাটি উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর লইস্কা বিলে আসলে বিপরীতদিক থেকে বালি বোঝাই ২ টি ট্রলার নৌকাটিতে ধাক্কা দিলে ঘটনা স্থলেই নৌকাটি উল্টে যায়।

ডুবে যাওয়া যাত্রীবাহী নৌকার যাত্রীদের আত্মচিৎকারে এলাকার জনসাধারণ তাদের উদ্ধারে এগিয়ে আসে, দূর্ঘটনার খবর পেয়ে বিজয়নগর ও সদর থানার পুলিশ এবং সদর ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারে এগিয়ে আসে। লাশ উদ্ধার করে সারি বেঁধে রাখে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী ও মো: রাফি বলেন, বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে যাত্রীবাহী নৌকাটি জেলা শহরের আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়,পথিমধ্যে তিতাস নদীর লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা বালি বোঝাই ২ টি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়, এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। সাঁতরে কোনরকমে জীবন রক্ষা করে। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে ৪ থেকে ৫ জনের লাশ পানির নীচ থেকে ভেসে উঠে। রাফি আরো বলেন, নৌকার ভিতরে ও উপরের অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। জলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত টিম করা হয়েছে, যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, দূর্ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাহিদ জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮), চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭) ও ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮)।

উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ বিল্লাহ (২০), বেড়াগাঁও গ্রামের মৃত মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৭) ও তার মেয়ে মুন্নি (১০), আব্দুল হাসিমের স্ত্রী কমলা বেগম (৫২), নূরপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), আদমপুর গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী অঞ্জনী বিশ্বাস (৩০) ও পরিমল বিশ্বাসের মেয়ে তিথিবা বিশ্বাস (২) এবং ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫)।

বিজয়নগর থানার ওসি মির্জা মো: হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ পর্যন্ত ১৯ টি মরদেহ উদ্ধার হয়েছে, বেশিরভাগ নারী ও শিশু, মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা উদ্ধার কাজ করছে, পুলিশ বালি বোঝাই ২ টি ট্রলার আটক করেছে, ট্রলারের নাম,ইয়া রাসুলউল উল্লা ও ৩ জনকে আটক করা হয়েছে তাহারা হলেন, ১/ খোকন (২২) পিতা- কাশেম মিয়া, ২/ রাসেল, পিতা- করিম মিয়া, ৩/ জমির মিয়া, পিতা- হাজী আলী আফজল উভয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পনিশ্বর গ্রামের।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়