শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়নের লইস্কা বিলে নৌকাডুবির ঘটনায় গেরা গাঁও গ্রামের মো: সেলিম মিয়া বাদী হয়ে ঘটনার পর দিন শনিবার ২৮ আগষ্ট ২০২১ ইং বিজয়নগর থানায় ৭ জনকে আসামী করে ২৮০/৩০৪/৩৩৭/৩৩৮/৪২৭/৪৩৭ পেনাল কোড তৎসহ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ এর ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৪৪। এ মামলায় ৫ জনকে আটক করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, ১। জমির মিয়া (৩৩) পিতা-আলী আফজল, , ২। মো: রাসেল (২২) পিতা-মৃত আব্দুল করিম, ৩। খোকন মিয়া (২২) পিতা-মো: কাশেম মিয়া, ৪। মো: সোলায়মান (৬) পিতা-মৃত আশরাফ আলী, ৭। মোস্তফা (৫৫) গ্রাম ও ইউপি-পানিশ্বর, থানা-সরাইল, ৫। সোলামান (৬০) আদমপুর ৬। মিষ্টু মিয়া (৬৭) পিতা-মৃত হাজী তালেব হোসেন, সাং-কালারটেক, ইউপি-পত্তন, থানা-বিজয়নগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ৫ ও ৭ নং আসামী ব্যাতিত তাদেরকে গ্রেফতার করা হইয়াছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকী ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে, শুধু তাই নয়, নৌ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ২৭ আগষ্ট ২০২১ ইং উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজার নৌকাঘাট থেকে যাত্রীবাহী নৌকা বিকেল প্রায় সাড়ে ৪ টায় ৭০ জন যাত্রী নিয়ে আনন্দবাজার ঘাট ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, বিকাল সাড়ে ৫ টায় নৌকাটি উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর লইস্কা বিলে আসলে চালকের অসাবধানতায় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ২ টি ট্রলারের সাথে নৌকাটির ধাক্কা লাগে এতে ঘটনা স্থলেই নৌকাটি উল্টে যায়, এ ঘটনায় চম্পকনগর ইউনিয়নের এক পরিবারের ৪ জন সহ মোট ২২ জনের মরদেহ উদ্ধার হয়,আহত অনেক।