বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসারের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন।
আজ বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ ইং সকাল ১১.৩০ মিনিটে উপজেলা অফিসার্সক্লাব কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাত পদোন্নতি জনিত বদলি, তিনি ১৩ মাস ৬ দিন যথাযথ দায়িত্ব পালন শেষে,খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন,
তিনি বিসিএস ক্যাডার (প্রশাসন) ৩০ তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা।
উপজেলা নির্বাহি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের ১৩ মাস ৬ দিনের মধ্যে তিনি প্রায় সকল মানুষের মনে স্থান করে নিয়েছেন, এক আবেগঘন পরিবেশে বক্তরা বলেন,মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং এতো অল্প সময়ে এ উপজেলার মানুষকে তিনি অত্যন্ত আপন করে নিয়েছেন এর জন্য তিনি আমাদের মাঝে আজীবন হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
এসময় বক্তব্যে কে.এম. ইয়াসির আরাফাত হৃদয় ভারাক্রান্ত অশ্রুসিক্ত নয়নে, আপ্লুত হয়ে তিনি ও তার পরিবারের সকল সদস্যদের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের এমপি, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাছান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।