শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিঁধ কেটে ঘরে প্রবেশের চেষ্টা করায় থানায় এজহার দায়ের।
অভিযোগ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ ইং উপজেলার চরইসলামপুর ইউপির মৃত আফতাব উদ্দীনের ছেলে সেলিম মিয়া (৪৮) এর দো-চালা টিনের বসত ঘরের পূর্ব পাশে সিঁধ কেটে ঘরে প্রবেশের চেষ্টাকালে অভিাগকারী সেলিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (২০) টের পাইয়া চিৎকার দেয়, মেয়ের চিৎকার শুনতে পাইয়া সেলিম ও তার স্ত্রী চিৎকার দিলে বাড়ীর অন্যান্য লেকজন দ্রুত ঘর থেকে বহির হইলে বিবাদীদ্বয় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম তাদেরকে চিনতে পারে,
তাহারা হলেন, শফি উল্লাহ এর ছেলে তারেক মিয়া (১৮) ও আবু লালের ছেলে আলার হোসেন (১৯) উভয় সাং চর ইসলামপুর পূর্ব পাড়া,থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া,
এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে অবহিত করিলে, তাহারা শালিস করে, কিন্তু বিবাদীগণ শালিস না মানায় এ বিষয়ে ২৬ সেপ্টেম্বর ২০২১ ইং মো:- সেলিম মিয়া বাদী হয়ে থানায় এজহার দায়ের করেন।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান মে: দানা মিয়া ভূইয়া বলেন, তিনি বিষয়ে আমি অবগত নয়।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাছান জানান, এ বিষয়ে এজহার প্রাপ্ত হইয়া সাব ইন্সপেক্টর মো:- ইউনুছ মিয়াকে দায়িত্ব দেই এবং তদন্তের ভিত্তিতে ধারা জামিনযোগ্য, অপরাধজনক অনধিকার প্রবেশ ৪৫৭/ ৫১১ পেনাল কোড ১৮৬০ এ মামলা রুজু করা হয় মামলা নং-৫৪, এবং ১ নং আসামী মো;- তারেক মিয়া (১৮) কে গ্রেফতার করা হয়।