বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ইকরতলী গ্রামের সালাম মিয়ার ছেলে মন মিয়া (৫৪)।
সোমবার ৪ অক্টোবর ২০২১ ইং সকাল প্রায় ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের অনুপ্রেরণায় এএসআই মোহাম্মদ আহাম্মদ আলী এর নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর – গোয়ালনগর এলাকায় অটোরিক্সা থামিয়ে এর থেকে মাদক সহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট রক্ষিত চাউলের বস্তা চেক করে ২০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালনগর এলাকায় জরুরী চেকপোস্ট বসিয়ে পেশাদার মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মির্জা মে: হাছান জানান, অটোরিক্সায় যাত্রীসেজে চাউলের বস্তার ভেতর ২০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল পূর্ব সংবাদের ভিত্তিতে তা চেক করে বস্তা সহ তাকে আটক করা হয়, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।