রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন নুতন ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৬ অক্টোবর ২০২১ ইং সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহি অফিসার এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের নুতন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ ও সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি।
২০২০-২০২১ অর্থবছরে প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট উক্ত প্রাথমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট ভবন নির্মিত হয়।
উদ্বোধন উপলক্ষে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা অফিসার মো: মনসুর আহমেদ, উপজেলা সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক, হরষপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।