বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কন্টেইারবাহী লরি ও তেলের ট্যাংক লরি মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়।
মাধবপুর সদর হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানায়, তাহারা হলেন, ১/ জাফর উদ্দীনের ছেলে হানিফ মিয়া (৩১) ২/ মিরাজ মিয়ার ছেলে রাজু (২৩) উভয়ে নোয়াখালী জেলার কবিরহাট থানার বাসিন্দা।
আজ ১৩ অক্টোবর ২০২১ ইং বিকাল প্রায় ৫ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কন্টেইনারবাহী লরি ও তেলের ট্যাংক লরি মুখোমুখি সংঘর্ষে এ র্দুঘটনা ঘটে।
খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানাযায়, বিকাল প্রায় ৫ টায় সিলেট মুখী যমুনা তেলের ট্যাংক লরি যাওয়ার সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী মারস্ক নামক কন্টেইনারবাহী লরি নং-ঢাকা মেট্রো-ঢ ৮৪-০১২৮ রং সাইডে গিয়ে তেলের ট্যাংক লরি নং চট্র-মেট্রো-ঢ ৪১-০৩৭২ এর সাথে মুখোমুখি ধাক্কা লাগে, এতে তেলের ট্যাংক লরির ড্রাইভার ও হেল্পার আহত হয়,পথচারী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্বর্তী উপজেলা সদর মাধবপুর হাসপাতালে প্রেরণ করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন, র্দুঘটনার পর কন্টেইনারবাহী লরির ড্রাইভার হেল্পার পালিয়ে যায় ও উভয় গাড়ীকে থানায় নিয়ে আসা হয় বলে জানান।