বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২০ অক্টোবর সকালেপবিত্র এই দিনটি উপলক্ষে উপজেলা আহলে সুন্নাতেআল জামাত সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী সায়েদুল হকের সভাপতিত্বে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসলামপুর হাফেজিয়া মাদ্রাসা হইতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের সতস্ফুর্ত অংশগ্রহণে একটি বিশাল র্যালী বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
রেলি শেষে কাজী বাড়ি জামে মসজিদে মহানবীর জীবনী সম্পর্কিত আলোচনা মিলাদ কেয়াম ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা জুবায়ের কামাল,জাকারিয়া,
আরো উপস্থিত ছিলেন, সাবেক সচিব মোঃ- মোশাররফ হোসেন, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম জুনায়েদ, কাজী জুবায়েল, শাহিন মোল্লা, আবেদ মিয়া, শান্ত হোসেন প্রেসক্লাব বিজয়নগরের সেক্রেটারি জিয়াদুল হক প্রমুখ।