বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন
বিজয়নগরে ইয়াবা সহ আটক ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
সে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর সুসান সিনজি পাম্প সংলগ্ন মুসলেহ উদ্দিন পাঠানের ছেলে মহিউদ্দিন পাঠান সোহেল (২৭)
শুক্রবার ২২ অক্টোবর ২০২১ইং সন্ধ্যা প্রায় ৬ টায়, অফিসার্স ইনচার্জ মির্জা মোঃ হাসানের দিকনির্দেশনায় এস আই আব্দুর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার চান্দুরা ইউপির ডাকবাংলোস্ত মার্কেটের হাসি খুশি স্টোরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে মাদক সহ আটক করা হয়।
ধৃত আসামির প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান বলেন, মাদকের সাথে কোন আপস নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে’ ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।