শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।
তাহারা হলেন, মোঃদুলাল মিয়া (৪২) পিতা মৃত – জালু মিয়া সাং- কামাল মুড়া , সাব্বির মিয়া(২০) পিতা মৃত – এলাহি মিয়া সাং- কামাল মুড়া মধ্য পাড়া সর্ব থানা – বিজয়নগর,
শনিবার ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে, রাতভর অভিযান পরিচালনা করে উপজেলার পাহাড়পুর ইউপির নজরপুুর এলাকা হইতে তাদেরকে আটক করা হয়,
তাদের হেফাজত হতে ৫৪ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং ২৪।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, পাচারের উদ্দেশ্যে রাস্তার ধারে ধান ক্ষেতে উদ্ধারকৃত মাদক স্তুপ আকারে কাপড় দিয়ে আবৃত্য করে মালের উপর ২ জনই বসে ছিল, মাল সহ হাতেনাতে আসামিদের গ্রেফতার করেন।