বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এক শতাধিক লোকের মাঝে পবিত্র কোরআন শরীফ ও দুই শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার ৫ ডিসেম্বর সন্ধায় উপজেলার বুধন্তী ইউপির আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর উপস্থিতিতে এ মানবিক সাহায্য বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া উইং ইশতিয়াক আল আমিন, উক্ত সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাজ, সৃষ্টি সেবা ফাউন্ডেশনের ইমাম খতিব মোওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সৃষ্টি সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, মো: শামিম আহমেদ, আব্দুল আজিজ, আলিনগর যুব কল্যাণ সংঘের সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন সুমন।
বাংলাদেশ ইলেকশন মনিটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে মানবিক সহায্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদত্ত আহŸান জানান।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেন, আলিনগর যুব কল্যাণ সংঘ।