রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
বুধবার ৮ ডিসেম্বর বিকাল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদের সঞ্ছালনায় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত- উদ-দৌলা খাঁন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: জিল্লু রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, ২৫ বিজিবি কর্নেল ফেরদৌস কবির, র্যাব ১৪ কোম্পানি কমান্ডার মো: রাফি উদ্দিন যোবায়ের, উপ-পরিচালক এনএসআই মো: কামরুজ্জামান, জেলা কমান্ড আনসার ও ভিডিপি আব্দুলাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মে: মোজাম্মেল হোসেন,
মঞ্ছের ২য় সারিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি রাবেয়া আসফার সায়মা, ডিআইও ওয়ান মো: ইমতিয়াজ আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাছান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য, ডিজিএফআই প্রতিনিধি, সার্জেন্ট ফরিদ,
বক্তব্যে বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপক্ষ করতে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে বিশদ আলেচনা করেন এবং নির্বাচন নিরপক্ষ করতে সকল প্রার্থীদের আচরণবিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানান, নতুবা প্রশাসন কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরো উপস্থিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা বৃন্দ, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর হতে যাচ্ছে, এতে ১০ টি ইউনিয়নে ৫৪জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩৮ জন সাধারণ সদস্য ও ১০৫ জন সংরক্ষিত আসনে নারী সদস্য প্রার্থী রয়েছে।