বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আরোপ করেছেন সহকারি কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর উপজেলার সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার, বুধন্তী বাজার, ইসলামপুর বাজার, আউলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় ৩১ টি মামলায় ৩১ জনকে ৬২৩০০ টাকা ও নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের জন্েয ৬ টি মামলায় ১৫৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য এবং আচরণ বিধি মেনে নির্বাচন করার জন্য, এ অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন।